Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০২৫

০৮-০১-২০২৫ তারিখ বুধবার BGMEA University of Fashion and Technology (BUFT) এর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে এক শিক্ষা সফরের আয়োজন করেন এবং পরিদর্শন করেন। এ শিক্ষা সফরে ৭০ জন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকগণ অংশগ্রহন করেন এবং হারবেরিয়াম থেকে উদ্ভিদ বৈচিত্র, ট্যাক্সোনোমি এবং উদ্ভিদ নমুনা সরক্ষন সম্বন্ধে সার্বিক জ্ঞান লাভ করেন।


প্রকাশন তারিখ : 2025-01-08

০৮-০১-২০২৫ তারিখ বুধবার BGMEA University of Fashion and Technology (BUFT) এর  পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও   শিক্ষার্থীগণ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে এক শিক্ষা সফরের আয়োজন করেন এবং পরিদর্শন করেন। এ শিক্ষা সফরে ৭০  জন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকগণ অংশগ্রহন করেন এবং হারবেরিয়াম  থেকে উদ্ভিদ বৈচিত্র, ট্যাক্সোনোমি এবং উদ্ভিদ নমুনা সরক্ষন সম্বন্ধে সার্বিক জ্ঞান লাভ করেন।